মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার রশিদপুরের শাহবাজপুর মোড় ময়মনসিংহ টু নেত্রকোণা গামী হাইওয়ে রোড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মোটর সাইকেল চুরি রোধসহ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রকে গ্রেফতারে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ বুধবার রাতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল এলাকার রশিদপুরের শাহবাজপুর মোড় ময়মনসিংহ-নেত্রকোণা গামী হাইওয়ে রোডের পাশ থেকে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
তারা হলো, নেত্রকোণার মোঃ রমজান আলী ব্রাহ্মনবারিয়ার জয় ঘোষ। তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।এসআই আবদুল জলিল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর সহ আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫