মোঃ সাবিউদ্দিন:
বুধবার ৮ নভেম্বর বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণ প্রকৌশল দিবস পালন করা হয়েছে। গণ প্রকৌশল দিবস সফল হউক, স্বার্থক হউক এ শ্লোগানকে সামনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ পলিটেকনিক কলেজের গেইট এর সামনে থেকে শুরু করে মপই কলেজের মসজি গেইট ও মপই কলেজের মোড় এলাকা প্রদক্ষিণ করে শহীদ খায়রুল ছাত্রাবাসের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক মহানগর আওয়ামী লীগের সদস্য ও মপই এর এজিএস ইঞ্জিঃ শরাফ উদ্দিন বায়েজীদ, সভাপতি ও মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক মপই এর জিএস ও ভি পি ইঞ্জিঃ নাছিম মন্ডল নেকু,সহ-সভাপতি ও সাবেক মপই এর এজিএস ও জেলা সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ রাসেল আলম মুক্তা, সহ-সভাপতি ইঞ্জিঃ সুলতান মাহমুদ কাঞ্চন এবং সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ বুলবুল,যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা মাকতুম হোসাইন লিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শফিক উদ্দিন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ হাফেজ মাওঃ মনিরুজ্জামান মনির,প্রচার সম্পাদক ইঞ্জিঃ আশিকুর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উক্ত সংগঠন ও ফুলবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের উপ আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ সাবি উদ্দিন ,ইঞ্জিঃ ওয়াদুদ, ইঞ্জিঃ রানা, ইঞ্জিঃ মুক্তার হোসেন, ইঞ্জিঃ মাসুমসহ মপই এর ছাত্র শিক্ষকগণ সহ আরোও অনেকেই।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫