• শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ ঢাকায় অনুষ্টিতব্য সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা অতিরিক্ত আইজিপি হওয়ায় সহকর্মী সহ সভার ভালোবাসা এস এম পি কমিশনার শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের বিভক্তির রাজনীতি দেশের জন্য আত্মঘাতী হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না- ডা.শফিকুর রহমান

ময়মনসিংহে ক্ষুধার্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মোহিত উর রহমান শান্ত এমপি

Reporter Name / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ-৪ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত শপথ গ্রহণ শেষে অনেকটা নীরবে নিজ এলাকায় ফিরেছেন। ঘোষণা দিয়েছেন, কারও সংবর্ধনা নেবেন না। প্রায় চার হাজার ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিয়ে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করেছেন। সদরে বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধ, কোনো ধরনের সংবর্ধনা না নিয়ে সেই টাকায় শীতার্ত ও ক্ষুদার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গত বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ মাঠে তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, ‘আমি এমপি না হলে সংবর্ধনাগুলো কেউ দিতেন না। পাঁচ বছর পর এই সংবর্ধনা দেওয়ার অভিপ্রায় রাখবেন কিনা আমার সন্দেহ রয়েছে।

অনেকে হৃদয় থেকে সংবর্ধনা দিতে চাইছেন। এগুলোর চেয়ে ভালো হয় তারা যদি আমাকে ভালোবাসতে পারেন। সংবর্ধনা আজকে নিলে কালকে হয়তো ভুলেই যাব আমাকে কে সংবর্ধনা দিয়েছে। তার চেয়ে টাকাগুলো যদি শীতার্ত ও ক্ষুদার্ত মানুষের কাজে ব্যয় করেন, তাহলে আমি খুশি হবো।’ তিনি বলেন, ‘পাঁচ বছর পর আমি এমপি থাকি বা না থাকি কিছু করে যাব যেন পরে সবাই এটি অনুসরণ করার চেষ্টা করেন।

কারণ আমি তো মানুষের জন্যই আজকে এ জায়গায় এসেছি। অর্থকড়ি খরচ করে এমপি হইনি। আমার চেষ্টা থাকবে সাধারণ মানুষের জন্য যতটুকু করা যায়।’এর আগে সোমবার মধ্য রাতে নিজের ফেসবুকে পেজে সদর আসনের এমপি লিখেন, ‘আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ময়মনসিংহ সদরের সংসদ সদস্য নির্বাচতি হয়েছি। সদর উপজেলার অন্তর্গত ইউনিয়ন আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ওয়ার্ড, যেসব প্রতিষ্ঠান, সংস্থা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমাকে সংবর্ধনা দিতে চেয়েছে এবং আমি ইতোমধ্যে যেসব সংবর্ধনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছি, তাদের প্রতি সবিনয় অনুরোধ সে সব অনুষ্ঠান বাতিল করে বরাদ্দের অর্থ শীতার্ত এবং ক্ষুদার্ত মানুষের পেছনে ব্যয় করি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd