মোঃ সাবিউদ্দিন ( ময়মনসিংহ): ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়মের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার ২২ জানুয়ারি বিকেলে নগরীর ১১ নং ওয়ার্ডের নওমহল ধীরাপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরনকালে যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম বলেন "মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে" সারাদেশের ন্যায় ময়মনসিংহেও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আওয়ামী যুবলীগে চেয়ারম্যান শেখ পরশ মহোদয় ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহ্বানে এবং ময়মনসিংহ সদরের কৃতি সন্তান আফজালুর রহমান বাবু ভাইয়ের সহযোগিতায় আমরা এ শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫