স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক হোসেন এর নির্দেশে জেলা এসআই(নিঃ) আব্দুল জলিল, এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানা এলাকার ভাটিকাশর মিশন স্কুলের পিছনে আলিয়া মাদ্রাসা রোডের আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দরকার এর অটোর গ্যারেজে থেকে চোরাই ০৬ টি অটোরিক্সাসহ ও ০১টি মটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ জাকির হোসেনকে আটক করে।
আটককৃত আসামী আঃ রাজ্জাক এর ছেলে। তার বাড়ী চরগোবিন্দবাড়ী, জামালপুর সদর।
ডিবি ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে ০২টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
চোরাই ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাইকেল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫