স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুরা হল- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ের এক খেজুর গাছ থেকে খেজুর পাড়তে গিয়ে তিন শিশু পানি পড়ে ডুবে মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানানো হবে।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫