মোঃ সাবিউদ্দিন: তরুন-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে লিবারেল ফাউন্ডেশন”
২২-০৯-২০২৩ইং রোজ শুক্রবার বিকেল ৩ঘটিকায় ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে ১৫তম বারের মতো এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহাগ মিয়া বলেন ‘২০২১’ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করছি আমরা।এটা নিয়ে ১৫তম বার। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ‘রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহাগ মিয়া সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাছেল, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিউল হাসান আকিব ক্যাম্পেইন সম্পাদক আবু নাইম মহিলা সম্পাদক শ্রাবণী জাহান পলি সহ প্রচার সম্পাদক মমতাজ বেগম (স্মৃতি) সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক আবু তালিব তামিম সাবেক সাধারণ সম্পাদক সামিনা ইসলাম নাজিয়া খান ইব্রাহিম খলিল প্রতিষ্ঠাতা সভাপতি স্বপ্ননীড় পথশিশু ফাউন্ডেশন সহ আরও অনেকেই।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫