গণশক্তি ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্তপথে ভারত পালানোর চেষ্টাকালে নান্টু কুমার কর (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
আটককৃত নান্টু কুমার কর চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে।
নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনটেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে গেল ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। আটক আওয়ামী সরকারের সুবিধাভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫