এসএমপি ডিবির অভিযানে ২৫০টি বক্সে ৩৫০০ কেজি, মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ভারতীয় মালটা সহ ০১টি ট্রাক আটক, ০২ জন গ্রেফতারঃ
০৬/০৩/২০২৫ খ্রি: ভোর ০৫:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টেস্থ প্যারাইরচকগামী রাস্তায় উপর অভিযান পরিচালনা করে আসামী ১। আমিনুল ইসলাম (২৭), পিতা মোঃ গোলাম রাব্বানি, মাতা- আয়তন বিবি, সাং- মনিকচাপড়, থানা- শেরপুর, জেলা- বগুড়া, ২। মো. ইনসান আলী (২০), উভয় পিতা- মো. নুর ইসলাম, সাং- শিনপাড়া, ইউ/পি-কুসুমবি, থানা- শেরপুর, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে (১) ০১ (এক)টি হলুদ রংয়ের টাটা ট্রাক, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২৪-৪১২৬, চেসিস নং- MAT638001L7R12219, ইঞ্জিন নং- 497TC41PZX626160, (২) ১৩০ (একশত ত্রিশ) টি বক্সে ভারতীয় মালটা, যার প্রতি বক্সের গায়ে ইংরেজিতে CITRUS সহ অন্যান্য লেখা আছে। প্রতি বক্সের ওজন ১৪ কেজি করে সর্বমোট ওজন= ১৮২০ কেজি, (৩) ১২০ (একশত বিশ) টি বক্সে ভারতীয় মালটা, যার প্রতি বক্সের গায়ে ইংরেজিতে SIMO সহ অন্যান্য লেখা আছে। প্রতি বক্সের ওজন ১৪ কেজি করে সর্বমোট ওজন =১৬৮০ কেজি, সর্বমোট ওজন ৩৫০০ কেজি ভারতীয় মালটা। প্রতি কেজির মূল্য ৩০০/- করে সর্বমোট মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মামলটা জব্দ করা হয়। উক্ত ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।