বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে নিহত ২
একদিন পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল যে বরের, সড়ক কেড়ে নিল তার প্রাণ। মর্মান্তিক এ ঘটনায় বরের বাড়িতে চলছে শোকের মাতম। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হবু বরসহ নিহত হয়েছেন তার চাচাতো ভাই।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মোঃ বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মোঃ ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।
বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তানভীর সোহেব ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার চাচাত ভাই শাহ আলম ওরফে সামায়ন। পরে রাত প্রায় ৯টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম ওরফে সামায়ন মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যায়।
আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে সোহেব মারা যায়।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫