বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করবে : মুক্তাদির
সাদা পাথর ডেস্ক :
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩:৫৮
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করবে : মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় সন্ত্রাসী ও অযোগ্যদের পদায়ন, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগি করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস দ্বারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্টখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢেলে সাজানো হবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদানখাতে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সদর উপজেলায় মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দোয়া মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফতেহ উল্লাহ আল আমান সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম আলি এবং জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ডা. খলিলুর রহমান, নাজিম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল মনাফ চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, ব্যবসায়ী অতিকুর রহমান নাছিম, মাহবুবুর রহমান, আব্দুল লতিফ লালা মেম্বার, আব্দুল জলিল, আব্দুল মালেক মেম্বার, এনামুল হক মেম্বার, যুবদল নেতা শাহজাহান আহমেদ জুয়েল, প্রবাসী জাকারিয়া আহমদ, শিক্ষক সুমন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন, কুতুব উদ্দিন, কয়েস আহমদ, নুরুল ইসলাম, আব্দুস সালাম, রুহেল আহমদ প্রমুখ।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫