মোঃ সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার বালিয়ান এলাকার দু:স্থ, অসহায়. হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদে ২হাজার১২২টি কার্ডধারীরা ১০ কেজি করে চাউল গরিব হতদরিদ্রদের মাঝে বিতরণ হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫