বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মুখে হাসি ফোঁটাতে চায়: ঝিংগাবাড়ীতে হাফিজ আনোয়ার হোসেন খান
মুফিজুর রহমান নাহিদ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী- হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন- জামায়াতে ইসলামী এদেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে চায়। জামায়াত বুক ভরা দরদ নিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে মানুষের সমস্যা নিরসনে সীসাঢালা প্রাচীর হয়ে মানুষের জন্য কাজ করছে। তাই বর্তমান সময়েও দেশের সংস্কারের জন্য, জামায়াতে ইসলামী সরকার ও জনগণের পাশে থাকবে। আজ ১৪ এপ্রিল ২০২৫,
০৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নে দাওয়তী কার্যক্রম এর অংশ হিসাবে, বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী- মাওলানা আলিম উদ্দিন, ইউনিয়ন আমীর- মাওলানা বিলাল আহমদ, ইউনিয়নের সহকারী সেক্রেটারী-মাওলানা আবুল কালাম আজাদ ও কামরুল ইসলাম নাদিম, ০৬নং ওয়ার্ড সভাপতি- মাওলানা মুমিন উদ্দিন, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি- রেজাউল হক, সহ সভাপতি- আব্দুর রাজ্জাক চৌধুরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারী- আহমদ আদিল চৌধুরী, যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারী- ইয়াহইয়া আহমদ কলিম প্রমুখ।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫