মোঃ সাবিউদ্দিন:
বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজ করার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।
এবাদুর রহমানের পরিচালনায় ও প্রযোজনা সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে।
খুব শিগগিরই এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন অভিনেত্রী। এর আগে গত বছরের আগস্টে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় শুটিং করতে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা।
তবে ‘বাঙালি বিলাস’ এ ‘বাঙালি বিলাস’ছাড়া আর কোন কোন শিল্পী অভিনয় করবেন তা অবশ্য জানা যায়নি।
ঋতুপর্ণা ১৯৮৯ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘স্বামী ছিনতাই’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫