বরিশাল শের-ই বাংলা মেডিকেল ‘কমপ্লিট শাটডাউন’
নিজস্ব প্রতিবেদক
বরিশাল
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
বরিশাল শের-ই বাংলা মেডিকেল ‘কমপ্লিট শাটডাউন’
শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের দাবি আদায়ে কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ করার ঘোষণা দেওয়া হয়েছে।
একইসঙ্গে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয়ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫