মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২৪ঘন্টায় গ্রেফতার ৭জন। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাতের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক দুইজন।
চুরি মামলার চুরাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন, দ্রুত বিচার মামলার ছিনতাইকৃত অটো উদ্ধার সহ তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে সাত জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫