মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে ফুলবাড়িয়ায় দিনব্যপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃত্বে শোভা যাত্রা করা হয়। শোভা যাত্রাটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে গিয়ে সমাপ্ত হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ কামরুজ্জামান(ভিপি জামান) ও সাধারণ সম্পাদক মোঃ এনামুর রহমান রবি। আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আলী আজগর, সুজন রতন দে, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা খান সোহাগ, মোঃ আল-এমরান, দপ্তর সম্পাদক আল মোজাহিদ হাসান সাগর সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সম্পাদক মণ্ডলী, সদস্য ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ সহ সকল পেশার মানুষ, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক প্রমুখ।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫