সাইফুল ইসলাম তরফদার ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ী গ্রামে ৫শ টাকার জন্য ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মোঃ ইউছুফ আলী @ ইছব (৬০)। ঘাতক ছেলের নাম মোঃ মোশারফ হোসেন। তিনি সরকারী হাসপাতালের ল্যাব সহকারী হিসাবে কর্মরত বলে জানা গেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইছব আলী একজন কাঠ ব্যবসায়ী। তার ২ ছেলে ও ১ মেয়ে। তাদেরই একজন মোশাররফ হোসেন। তিনি রংপুর একটি সরকারী হাসপাতালে ল্যাব সহকারী হিসাবে কর্মরত। ঈদ উপলক্ষে বাবা ইছব আলীর জন্য মেয়ে মোশাররফের বিকাশে ১ হাজার টাকা প্রদান করেন। সেই টাকা থেকে মোশাররফ ৫শ টাকা খরচ করে ফেলেন। মঙ্গলবার (১৮ জুন) রাত ১১ টার দিকে নিজ গৃহে বাবার সাথে সেই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মোশাররফ তার বাবার মাথায় কাঠের সারক দিয়ে ৩/৪টি বাড়ি (আঘাত) দিলে গুরুতর আহত হয়। ডাক চিৎকারে বড় ছেলে ওয়াদুদ সহ পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে স্থান্তান্তর করে চিকিৎসক।বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইউছুফ আলী মারা যায়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, শুনেছি এ রকম একটা ঘটনা কিন্তু নিহতের স্ত্রী বলছে সে অসুস্থ ছিল। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তদন্ত চলছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫