ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: মেয়ের সাথে অভিমান করে মা কুলছুম (৪০) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের চক দেওগাও গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার (২২ জুন) সকালে বাড়ির উঠোন থেকে একটি হাসের বাচ্চা নিয়ে যায় চিলে।
এ নিয়ে মা কুলছুম আক্তার মেয়েকে বকা বাধ্য করে, এক পর্যায়ে মায়ের হাতে থাকা দা দিয়ে মেয়ে আফরোজা (১৫) কে আঘাত করলে হাতে লেগে আঙ্গুল কেটে যায়। পিতা হাবিবুর রহমান মেয়েকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে, এই ফাঁকে মা কুলছুম আক্তার মনের কষ্টে অভিমানে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫