সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ফুলবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার জোরবাড়িয়া গ্রামে হাডুডু খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক এটিএম মহসীন শামীম, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাবেক ছাত্র লীগের নেতা শিহাব মিয়া, উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান, মোকলেছুর রহমান, রেফারি দায়িত্ব পালন করছেন হাডুডু খেলোয়ার মোকলেছুর রহমান।
হাডুডু খেলায় বিজয়ী হয়েছেন বিবাহিত ১ অবাবিহত ০। বিজয়ী বিবাহিত দলকে একটি খাসি পুরস্কার তুলে দেন।সকল খেলোয়াড়দের একটি করে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।খেলা পরিচালনা করেন ইসমাইল হোসেন।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫