ফিলিস্তিনে গণ-হত্যার প্রতিবাদে সালুটিকরে এলাকাবাসী তৌহিদি জনতার বিক্ষোভ
-------------------------------------------------------------------- ফিলিস্তিনে গণ-হত্যার প্রতিবাদে সালুটিকরে এলাকাবাসী তৌহিদি জনতার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাদ আছর সালুটিকর বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে নদীঘাট, গোয়াইনঘাট বাস ষ্টেন্ড, উত্তর বাজার, ভোলাগঞ্জ মূখী সালুটিকর পেট্রোল পাম্প, সালুটিকর সেতু প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসেএক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণ-হত্যা চালিয়ে ইসরাইল সরকার মানবাধিকার লঙ্গন করছে। নারী শিশু পর্যন্ত বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে। বসত ভিটা জনবসতি নির্বিচারে ধবংস করে চলছে। নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের আর্ত চিৎকার সেখানে আকাশ বাতাসে যেন আজহারী চলছে। মানবতা ধুকরে মরছে। ফ্যাসিস্ট জায়ানবাদী ইসরাইল সরকারের বর্বর বাহিনী বেসামাল হয়ে প্রতিনিয়ত বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে।
এই অবস্থা চলতে পারে না। জাতিসংঘ, ওআইসি সহ আন্তর্জাতিক মহল কে ইসরাইলের বিরোদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ইউনুস সরকারকে প্রতিবাদী আহবান জোরদার করতে হবে। বক্তারা বিশ্ব মানবতাকে ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার আহবান জানান।
মাওলানা রফিক আহমদ মহল্লীর সভাপতিত্বে ও মাও ইমরান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা নেছার আহমদ, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা কবির আহমদ, মাষ্টার মালেক আহমদ, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা ক্বারী নুর উদ্দিন, ছাত্রনেতা মুজাহিদ আহমদ,মামুনুর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাজার মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুস সোবহান,হাজী আতিকুর রহমান, বিশিষ্ট মুরব্বি সিরাজ চেয়ারম্যান,মাষ্টার ইমরুল হাসান, বাবুল আহমদ, ছাত্রনেতা হেলাল আহমদ, সাদমান ইউনুস রেজা,শ্রমিক নেতা ফখরুল ইসলাম, আব্দুল গনি মঙ্গল,জাকির হোসেন, আনছার আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
#savepalestine #StarsEverywhere #রক্তাক্ত #ফিলিস্তিন #রক্ষা #কর
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫