পল্টন থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে আজ ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অডিটোরিয়ামে ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর জননেতা শাহীন আহমদ খানের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলাম এর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন থানার সহকারী সেক্রেটারি যথাক্রমে মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল হক।পল্টন থানার কর্মপরিষদ সদস্য যথাক্রমে জনাব ওমর ফারুক, মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আফসার, আমিনুল ইসলাম, আবুল ফারাহ মো: ইউসুফ,মাওলানা এনামুল হক শামীম,সাইয়েদ যুবায়ের, মোশাররফ হোসেন, শামীম হাসনাইন,মোহাম্মাদ আল-আমীন রাসেল।
এতে আরো উপস্থিত ছিলেন পল্টন থানা শূরা সদস্য মাহবুবুর রহমান,এডভোকেট মুজাহিদুল ইসলাম,আব্দুল মতিন, ওসমান আলী,মাওলানা রুহুল আমীন,শরিয়ত উল্লাহ্,আক্তার হোসাইন,মোকছেদুল রুপম ও জামায়াত নেতা মঞ্জুরুল ইসলাম প্রমূখ।