স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন ঐতিহ্যবাহী (আন্ধারিয়া পাড়া বাজার) ঈদগা মাঠে নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন আলহাজ্ব আব্দুল মালেক সরকার এমপি, ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া।
এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি এই উপজেলার চেয়ারম্যান ছিলেন। এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন আর এই খবর ফুলবাড়িয়া উপজেলার সর্বত্র পৌছে যায়। পুরো উপজেলাতে আস্থা তৈরি করতে সমর্থন হন এবং হেভিওয়েট প্রার্থী কে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে এখনো এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন এবং জনগণকে সঠিকভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।
এ সময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় উপহার। ঈদ সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে।
এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, ধর্ম, বর্ণ ও শ্রেণি- বৈষম্যসহ সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। মানুষের মাঝে একে অপরের সঙ্গে আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।
নামাজ শেষে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও ঈদের কোলাকুলি করেন এবং তিনি ঈদগাহ মাঠের জন্য বিশেষ সহযোগিতার কথা ঘোষণা করেন।
নামাজ শেষে খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে সারাবিশ্বের মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫