স্টাফ রিপোর্টার(শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৯ বোতল ভারতীয় মদসহ দুই জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৭ এপ্রিল) রাত ০১:৩০ মিনিটে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা হতে ১১৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার মৃত আঃ রহমানের পুত্র শামীম মিয়া(২৮) ও অন্যজন একই এলাকার মোঃ আব্বাস আলী’র পুত্র আল আমিন(৩২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
এসময় সেই এলাকায় তল্লাশি চালিয়ে ১২ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৭৫০এমএল) ও ১২ বোতল ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৩৭৫এমএল) এবং ৯৫ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৩৭৫এমএল) সহ মোট ১১৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫