নবম পে-স্কেলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দাবি
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯
নবম পে-স্কেলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দাবি
নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।