প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা চলছে সকালেও নিজস্ব প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা চলছে সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আজ (বৃহস্পতিবার) সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে দেখা যায় কেউ কেউ বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সকল জিনিস খুলে নিচ্ছেন, আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতে ভিড় করেছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ির ভেতরে দরজা, জানালা, লিফট ইত্যাদি জিনিসপত্র খুলে নিচ্ছেন। বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছেন অনেকে। ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত ৮টার দিক থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫