• শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই ——মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ ঢাকায় অনুষ্টিতব্য সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা অতিরিক্ত আইজিপি হওয়ায় সহকর্মী সহ সভার ভালোবাসা এস এম পি কমিশনার শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন অগ্রাধিকার ভিত্তিতে বুরহানউদ্দিন রাস্তা সংস্কারের আশ্বাস যুক্তরাজ্য প্রবাসী কবি আলিফ উদ্দিনের বিভক্তির রাজনীতি দেশের জন্য আত্মঘাতী হবে —মুহাম্মদ ফখরুল ইসলাম আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না- ডা.শফিকুর রহমান

দেবহাটায় ডিবি পুলিশ কর্তৃক ০৩ টি বিদেশী পিস্তলসহ (এক) জন গ্রেফতার।

কাজী ফকরুল ইসলাম রিপন / ১১৬ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ কাজী ফখরুল ইসলাম রিপন

সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা হতে ডিবি পুলিশ কর্তৃক ০৩ টি বিদেশী পিস্তল, ০৬টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলিসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যারের

তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দিন মোল্লল্লা এর নেতৃত্বে গত ০২/০১/২০২৫ খ্রি. আনু: রাত ২০.৩৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজী (৩২), পিতা-মৃত জাফর গাজী, সাং-কালাবাড়িয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার পূর্বক তার দেহ তল্লাশী করে (১) তার ডানহাতে থাকা ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশী পিস্তল বাটসহ লম্বা ৮ ইঞ্চি। বাটের দুই পার্শ্বে চাচ যুক্ত। বাটের উভয় পার্শ্বে সোনালী রংয়ের ধাতব তৈরী স্টার চিহ্ন আছে। যার ফায়ারিং পিন ও ট্রেগারসহ অস্ত্রটি সচল। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 111 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা আছে এবং তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে ০১ টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা।

 

(২) আসামীর পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের ০১ (এক) টি বিদেশী পিস্তল এবং ০১ (এক) টি খালি ম্যাগাজিন। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 11 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা আছে। পুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা।

 

(৩) আসামী আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের ০১ (এক) টি বিদেশী পিস্তল এবং ০১ (এক) খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 110 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পাশে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা। গুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা (৪) ০১ (এক) টি OPPO মোবাইল ফোন যার মডেল নং-CPH2285 ৫। ০১ টি ১০০০/- টাকার নোট, ০৪ টি ১০০/- টাকার নোট, ৪ টি ৫০/- টাকার নোট সর্বমোট ১৬০০/- উক্ত আলামতগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পবরর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F) রুজু হয়।

 

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

নাম: মোঃ আসাদুল গাজী (৩২), পিতা-মৃত জাফর গাজী, সাং-কালাবাড়িয়া, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা

 

উদ্ধারকৃত আলামত:

১। ০৩ টি বিদেশী পিস্তল ২। ০৬ রাউন্ড গুলি ৩। ০৬ টি ম্যাগাজিন ৪। ০১ (এক) টি OPPO মোবাইল ফোন যার মডেল নং-CPH2285 ৫। ০১ টি ১০০০/- টাকার নোট, ০৪ টি ১০০/- টাকার নোট, ৪ টি ৫০/- টাকার নোট সর্বমোট ১৬০০/- টাকা।

 

মামলা নং: দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F) রুজু হয়।

 


More News Of This Category

সিলেটে দুই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

bdit.com.bd