তোয়াকুল আল ক্বাসিম বন্দরবাড়ি ইউনিটি ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০২:০৫:৩৪
তোয়াকুল আল ক্বাসিম বন্দরবাড়ি ইউনিটি ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের আল ক্বাসিম বন্দরবাড়ি ইউনিটি ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) দুপুরে বন্দরবাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা আশরাফুল ইসলাম, শাহনুর আলমসহ বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনসাধারণ।
পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও পাড়া-প্রতিবেশীর উন্নতি-অগ্রগতি, মরহুম ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন আল ক্বাসিম বন্দরবাড়ি ইউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দ। তাদের পক্ষ থেকে রোববার ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়েছে।