সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে এসব মাদক জব্দ কর হয়।
বিজিবি জানায়, উপজেলার চাঁরাগাও বিওপির নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা ২৩৭ বোতল ভারতীয় মদ ও ৪২ বোতল বিয়ার ফেলে পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের চোরাকারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। কোনো অনিয়মকেই ছাড় দেয়া হবে না। আমাদের টহল জোড়দার করা হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫