তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২:৩২
তাহিরপুরে খনিতে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা ছড়া সীমান্তে অবৈধ পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে রজব আলী (৫০) নামে এক কয়লা শ্রমিক নিহত।
তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের মৃত শমশের আলী ছেলে।
বুধবার বিকালে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।নিহতের সত্যতা স্বীকার করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র সিও এ কে এম জাকারিয়া কাদির।
স্থানীয় সূত্র জানা যায়, রজব আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে কয়লা খনিতে কাজ করতেন। বুধবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে অন্যান্য শ্রমিকরা তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। অবস্থার অবনতি হয়ে নিজ বাড়িতে বিকাল ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পকে খবর দিলেন ঘটনাস্থল পরিদর্শন করেন দায়িত্বরত পুলিশ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)র সিও একেএম জাকারিয়া কাদির বলেন, রজব আলী ভারতে অবৈধভাবে কয়লার কাজ করতো। বছর খানেক ধরে কাজ করছে। সে অসুস্থ অবস্থায় দেশে আসলে মৃত্যুবরণ করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫