সাতক্ষীরা তালা প্রতিনিধি:
তালায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ, আহত রুগীকে চিকিৎসা প্রদানে বাঁধা ও অবৈধভাবে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাবে ভূক্তভোগী পরিবারের পক্ষে মো. খায়রুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। সে উপজেলার মুড়াকলিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খায়রুল ইসলাম বলেন, গত ৪ডিসেম্বর সকালে জমির বিরোধে আমাদের বাড়িতে প্রতিপক্ষরা হামলা করে ছালমা বেগম, রশিদা খাতুন ও প্রতিবন্ধী জহিরুল ইসলামকে আহত করে। এই ঘটনায় আমরা তালা থানায় একটি মামলা করি। এই ঘটনা অন্যদিকে প্রভাবিত করার জন্য তারাও একটি মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন তি
নি।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫