মোঃ সাবিউদ্দিন: এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরে খাবার খেলেন বাংলাদেশের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।
তিনি বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন, তার হোটেলে খেয়েছি।
শামীম ওসমান বলেন, হারুন সাহেবকে আমি ছোটবেলা থেকে তিনি। গতকাল একটা সংবাদ সম্মেলন করে বলেছি বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হবে। যেহেতু এ বিষয়গুলো আমার নলেজে আছে সেই বিষয়গুলো শেয়ার করা। আমি এমপি হিসেবে জানাতে আসে নি, সাধারণ মানুষ হিসেবে জানাতে এসেছি।
তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য দীর্ঘদিন ধরে করি এবং নানা খোঁজ খবর পাই। সেই খোঁজ গুলি দেখার দায়িত্ব তো আমার না, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি মনে করি সে একজন সক্ষম অফিসার। সে কারণে আমি তাকে জানিয়েছি।
আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল অপরিচিত নাম্বার থেকে এ বিষয়ে কিছু জানিয়েছেন কিনা এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, আমরা তো মরে গিয়েছি ২০০১ সালের ১৬ জুনে। যতো বড় বোম ব্লাস্ট হয়েছে আমার উপর হয়েছে। ২০০১ সালের থেকে যদি হয়ে থাকে তার মধ্যেই আছি। আপনারা দোয়া করলে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জনপ্রিয় এ নেতা বলেন, খেলা হবে কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে। হয়তো ফাউল কম হবে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫