• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা
থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ যুব ফোরাম দক্ষিণ সুরমা থানা শাখা উদ্যোগে ইফতার মাহফিল ও ‘মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা গত ১৬ মার্চ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী। মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফিজ মুফতি মাওলানা মোশাহিদ আহমদ।
কাজী জাফর আহমদের সভাপতিত্বে ও মোঃ সালাহ উদ্দিন মিরাজ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আহমদ তোফায়েল।
আরও উপস্থিত ছিলেন প্রভাষক খয়ের আহমদ, যুবনেতা আব্দুর রহিম, জাফর হোসেন,বদরুল ইসলাম, যুবনেতা সাইফুল আলম শফি, যুবনেতা ইউসুফ আলী, আজিজুল আম্বিয়া তারেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম সুফি, কবি আব্দুস সামাদ, উসামা বিন আব্দুর রব, লিমন আহমদ, মিনহাজ উদ্দিন সাহেদ, শিপন আহমদ, মাহবুব হাসান, বিলাল আহমদ, হাসান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দুর্নীতি, দুঃশাসন আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে যাওয়া এবং একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা।


More News Of This Category
bdit.com.bd