নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর উত্তর বালুচরে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদের জমি দখল করে দোকান কোঠা নির্মানের অভিযোগে ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল। সিলেট মহানগর ব্যবসায়ীদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করেন।
এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তারা জানান, জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল সিলেট মহানগরের ৩৬নং ওয়ার্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ আছলম মিয়াকে সংগঠন বহির্ভূত কাজ করার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল, সিলেট মহানগর সভাপতি শামীম আহমদ ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে ৩৬ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আছলম মিয়ার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার নিউজ মিরর জমি “বালুচরে প্রবাসীর জমি দখলের অভিযোগ : নেপথ্যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা আব্দুস সালাম” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।