স্টাফরিপোর্টার(ময়মনসিংহ): তীব্র দাবদাহে ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পথচারি ও দরিদ্র শ্রমজীবি রিক্সাচালকদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ময়মনসিংহ পলিটেক ছাত্রলীগ নেতা, মোঃ সাইদুল আল ইউসুফ।
সম্প্রতি, ময়মনসিংহ শহরে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মহতি উদ্যোগ সম্পন্ন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রলীগ নেতা সাইদুল।
পথচারিদের মাঝে ঠান্ডা পানির বোতল ও স্যালাইনের প্যাকেট তুলে দিয়ে ছাত্রলীগ নেতা মোঃ সাইদুল আল ইউসুফ জানায়, এই গরমে আমি চেষ্টা করছি খেটে-খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর। এতে তাদের একটু হলেও কষ্ট লাঘব হবে।
তরুণ এই ছাত্রনেতা বলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসির আলম রাহাত এর নির্দেশে আমি ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে এই গরমে পথচারি ও রিক্সাচালকদের মাঝে বিশুদ্ধ খাবার ও স্যালাইনের প্যাকেট বিতরণ করছি।
সামার্থ্যবানরা যদি এভাবে তাদের পাশে এগিয়ে আসে তাহলে এই মানুষ গুলোর উপকার হবে। এসময় ঠান্ডা পানি, স্যালাইনের পাশাপাশি ওয়ালেট টিস্যুও বিতরণ করা হয়।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫