ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার সাবুল মিয়া
সিলেট: সিলেটের ছাতকে নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) ভোরে এ ঘটনায় অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাবুল সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১৫ মার্চ) ছাতকের ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টায় গ্রামের স্থানীয় মাদরাসায় পড়তে যায় শিশুটি। উপজেলার জহিরপুর গ্রামের বখাটে সাবুল ফাঁকা মাদরাসার দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে জোর পূর্বক ওই শিশুকে ধরে নিয়ে গিয়ে শ্রেণিকক্ষেই ধর্ষণ চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার করে কৌশলে শ্রেণিকক্ষ থেকে দৌড়ে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এরপর পরিবারের সদস্যরা মাদরাসা কতৃপক্ষ, শিক্ষক, গ্রামবাসীকে ঘটনাটি জানানোর পর তারাবির নামাজের পর ওই ঘটনায় গ্রামে সালিস বৈঠক ডাকা হয়। ঘটনা শুনে সালিসে উপস্থিত থাকা লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত’র গ্রামের বাড়িতে গিয়ে বসতবাড়িতে ভাঙচুর চালায়।
এদিকে ছাতক থানার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার জহিরপুর এলাকা থেকে শনিবার ভোরে অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেন।
শনিবার (১৫ মার্চ) সকালে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার সাবুলকে ছাতক থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫