গোয়াইনঘাটে সদর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার ১২ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অধ্য ২৫ মার্চ মঙ্গলবার স্থানীয় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় হলরুমে রমজানের তাৎপৰ্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ৯ নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়নের সহকারী সেক্রেটারি সুহেল আহমদ এর সভাপতিত্বে ইউনিয়নের সহ সভাপতি ইব্রাহিম খলিল উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি আব্দুল কুদ্দুস, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন, সহ সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, সেক্রেটারী কামাল উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়নের সভাপতি ইমদাদ উল্ল্যাহ, সেক্রেটারী সেলিম উদ্দিন, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন হেলালী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাদেকুর রহমান, লেংগুড়া ইউনিয়নের সেক্রেটারি নুর হোসেন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুশ শুকুর, জামায়াত নেতা কবির আহমদ, দুলাল আহমদ, আব্দুল আজিজ, ফজল আহমদ, বিলাল আহমদ, জমশেদ আহমদ,, ফয়সল আহমদ ১,ফয়সল আহমদ ২,রিয়াজ উদ্দিন, সুলেমান আহমদ, মুজিবুর রহমান, মরতূজ আহমদ, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হিফজুর রহমান জুনেদ সহ উপজেলা ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।