গোয়াইনঘাটে যুব মজলিসের যুব কাউন্সিল অনুষ্ঠিত
সভাপতি: আখলাক হুসাইন
সেক্রেটারি: মনসুর আহমদ
সিলেট প্রতিনিধি:
ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে যুব কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদে সংগঠনের আহবায়ক মাওলানা আখলাক হুসাইনের সভাপতিত্বে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান।
নির্দিষ্ট কর্মসূচি তেলাওয়াতে কুরআনের পর বিদায়ী বক্তব্য প্রদান করেন সাবেক আহবায়ক মাওলানা আখলাক হুসাইন। এরপর নিয়মতান্ত্রিক সভাপতি ও সেক্রেটারি নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মনোনীত হন সাবেক আহবায়ক মাওলানা আখলাক হুসাইন এবং সেক্রেটারি মনোনীত হন সাবেক সদস্য সচিব কে এম মনসুর আহমদ। মনোনীত সভাপতি ও সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। এরপর সভাপতি ও সেক্রেটারির পরামর্শের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী গঠন করা হয়। অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ সভাপতি মাওলানা জুয়েব রহমান জসিম, সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সহ সভাপতি হাফিজ মাওলানা আসাদুর রহমান, সিনিয়র সহ সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, সহ সেক্রেটারি রুহুল আমীন রুবেল, সহ সেক্রেটারি হুমায়ুন রশীদ, সহ সেক্রেটারি ইমাম উদ্দিন রাজু, বায়তুলমাল সম্পাদক নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শামসুল আমীন, পাঠাগার সম্পাদক মমতাজ উদ্দিন, প্রচার সম্পাদক আসহাব উদ্দিন আল আযাদ, সাহিত্য সম্পাদক কবি আসহাব উদ্দিন সাহেল।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান বায়তুলমাল সম্পাদক হাফিজ জুনায়েদ আহমদ।