আল ক্বাসিম বন্ধর বাড়ি ইউনিটি ট্রাষ্ট এর ফাউন্ডার দের সৌজন্য গ্রামের জনাব কচি মিয়ার পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য ৫০০০ ৳ নগদ অনুদান দেন।
আল ক্বাসিম বন্ধর বাড়ি ইউনিটি ট্রাষ্ট এর ফাউন্ডার দের সৌজন্য গ্রামের জনাব কচি মিয়ার পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য ৫০০০ ৳ নগদ অনুদান দেন। গত ৮-৩ ২৫ তারিখ বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হয়। এতে গরু ছাগল সহ প্রায় সাত লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এদিকে ঘর মেরামতের জন্য দেশে বিদেশে সভাইকে সাহায্য সহায়তা করার জন্য আহবান করা হয়েছে।
ট্রাস্টের ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ কবুল করুন আমিন।