কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ইউকে প্রবাসীদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের মধ্যে ঈদ পূণর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে । ০৯'ই এপ্রিল বুধবার দুপুর ১২ ঘটিকায় কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের আয়োজনে লন্ডনের স্টেপনি গ্রীন অ্যাস্ট্রোটার্ফ মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
৩টি টিম এর অংশগ্রহণে এ টুর্নামেন্টে প্রতিটি টিম একে অপরের মুখোমুখি হয় এবং ফাইনালে টিম কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট টিম কে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারী, নজরুল একাডেমি সিলেট জেলার সাবেক প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী, কমিউনিটি এক্টিভিস্ট গাজী আশরাফ, ব্যারিস্টার আবু সুফিয়ান ডালিম, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি সাজিদুর রহমান, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি এনামুল হক, টাওয়ার হ্যামলেটস কেয়ারারস্ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নুরুল আলম বাবু, গোয়াইনঘাট এসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি মিসবাহ উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদ, কমিউনিটি এক্টিভিটি ফরহাদ উদ্দিন, আমিন উদ্দিন, জুনেদ আহমদ প্রমুখ।
অতিথিবৃন্দ এ আয়োজনের জন্য কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তর-পূর্ব সিলেটের ইউকে প্রবাসীদের এ সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট রাখার আহবান জানান।
এদিকে কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং সাধারন সম্পাদক আফজাল রশীদ সেলিম সবাইকে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানান ।
সর্বশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় স্থান অর্জনকারী টিম এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টকে পুরস্কার প্রদান করেন।
প্রচারে - মো: নূরুল মুত্তাকিন
প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি,
কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫