কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়ের ঘটনায় রুজুকৃত মামলার প্রদান আসামী গ্রেফতারঃ
গত ২৮/০২/২০২৫খ্রি. আনুমানিক ২০.০০ ঘটিকায় নগরীর কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়া (৫০)কে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) এর নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরো ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় হকার কাজল মিয়া (৫০), পিতা -মৃত আব্দুল ওয়াফ, মাতা-মৃত জুমেলা খাতুন, সাং-সুরমা মার্কেট তালতলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে ১। জয়দীপ চৌধুরী মাধব (৩৮) পিতা-অজিত চৌধুরী গ্রাম-দাড়িয়াপাড়া থানা- কোতোয়ালী মডেল, জেলা-সিলেট সহ ৭/৮ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৫খ্রিঃ ধারা-৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
উক্ত মামলার প্রধান আসামী ১। জয়দীপ চৌধুরী মাধব (৩৫) পিতা-অজিত চৌধুরী গ্রাম- দাড়িয়াপাড়া থানা- কোতোয়ালী মডেল, জেলা-সিলেটকে অদ্য ০২/০৩/২০২৫খ্রি. সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫