স্টাফ রিপোর্টার (রমজান আলী): কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার ইয়াবাসহ একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নায়েককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম তৈয়বুল ইসলাম। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশে তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
তিনি জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন একজন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি। পরে সেখানে এপিবিএন সদস্যকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক এপিবিএন সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫