• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

এলাকার মানুষকে চিটাগাং সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

এলাকার মানুষকে চিটাগাং সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯
এলাকার মানুষকে চিটাগাং সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।

শিরোপান ধরে রাখার মিশনে বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। এই ফ্র্যাঞ্চাইজি লিগে বরিশালের হয়ে খেললেও তামিমের নিজের শহর চট্টগ্রাম। ফাইনালের যে শহরের দলটি তামিমের প্রতিপক্ষ। চট্টগ্রামে তামিমের অনেক ভক্ত আছেন, যারা শুধু মাত্র তার জন্য বরিশালকে সমর্থন করবেন এই ম্যাচে।

তবে তামিম মনে করেন চট্টগ্রামের দর্শকদের চিটাগাংকেই সমর্থকন করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমি সত্যি বলি, চট্টগ্রামের (মানুষদের) তাদেরই (কিংসকে) সাপোর্ট করা উচিত। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার (হাততালি দিতে) করতে পারে। কিন্তু চিটাগাং ফাইনাল খেলছে, চট্টগ্রামের মানুষ তাদের নিজেদের দল সাপোর্ট করবে, এটাই প্রত্যাশা করি।’

বরিশালের হয়ে খেলতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান ভাবনে তামিম। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই বলি, আমরা খুবই সৌভাগ্যবান যে এমন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি, যাদের এত সমর্থন। চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বলেন, আমরা যখনই যে ম্যাচ খেলেছি, বরিশালের দর্শক সব সময় ছিল। আমরা এটার জন্য খুবই সৌভাগ্যবান মনে করি নিজেদের।’

‘বিপিএল নিয়ে আমরা এমন স্বপ্নই দেখেছি। একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেজ থাকবে। যেটা আমার কাছে মনে হয়, বরিশাল খুব সফলভাবে করতে পেরেছে, বিশেষত গত দুই বছরে। তাদের জন্য পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি।’-যোগ করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd