সারাদেশ
নাটোর
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা
জেলা প্রতিনিধি
নাটোর
১৪ মার্চ ২০২৫, ১৯:২৯
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা
নাটোরের সিংড়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিবার্হী প্রকৌশলী পরিচয় দেওয়া মো. সাবিউল ইসলামের ভাড়া করা গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া গিয়েছে। সন্দেহ হওয়ায় গাড়িটিসহ ওই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে তার গাড়িতে টাকা পাওয়া যায়। তবে নির্বাহী প্রকৌশলী পুলিশের কাছে দাবি করেন— গাড়িতে থাকা টাকাগুলো জমি বিক্রির টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে প্রাইভেট কারটিও তল্লাশি করে পুলিশ। এ সময় প্রাইভেট কারের ব্যাকডালার মধ্যে বিপুল পরিমাণ টাকা দেখতে পায় পুলিশ। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নির্বাহী প্রকৌশলী বলেছেন এগুলো তার জমি বিক্রির টাকা। এগুলো যাচাই-বাছাই হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তাকে আটক করিনি। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫