• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেত্রীবৃন্ধের ফিরে পাবার আহবান : উপদেষ্টা লুনা

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান অন্তবর্তি সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। প্রথম যে প্রত্যাশা ছিল, এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মিদের ফেরত পাবো। কিন্তু দু:খের বিষয় আমরা এখন পর্যন্ত তাদের স্পষ্ট কোন অবস্থান জানতে পারিনি। গুম কমিশন গঠন করেছেন। সেখানে আমরা একটি অভিযোগ দাখিল করেছি। এটি অভিযোগের বিষয় না। এটা একটা জাতীয় বিষয়। কমিশনের কাছ থেকে গুমের বিষয়ে তদন্ত বা অনুসন্ধান এর কোন স্পস্ট কোন কিছু পাচ্ছি না।
আমাদের আরও প্রত্যাশা ছিল বর্তমান সরকার ক্ষমতায় এসে নির্দিষ্ট কিছু বিষয় সংস্কার করে সুষ্টু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। কেউ বলছেন আগে স্থানীয় নির্বাচন। আবার ছাত্ররা নতুন দল করে বলছেন হাসিনার বিচার হওয়ার পরে নির্বাচন হবে। বিচার একটি আইনি প্রক্রিয়া, তার গতিতেই চলবে। বিচার সমাপ্ত হতে যদি ৭-৮ বছর লেগে যায় তাতে কি মানুষ অপেক্ষা করবে। আমার চাই নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।
নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক নয়। আপনারা যদি মনে করেন, যে এখন আওয়ামী লীগ মাঠে নাই। আমরাই নির্বাচনে জয়লাভ করবো, এটি একটি ভূল ধারনা হবে। আমাদেরকে প্রতিপক্ষকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে। সামনাসামনি কেউ বিরোধিতা বা ষড়যন্ত্র করলে তাদের আমরা চিহ্নিত করে মোকাবিলা করতে পারি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বা পেছনে কাজ করে তাদের চিহ্নিত করা কঠিন। এজন্য বুঝতে হবে আমাদের প্রতিপক্ষ শক্তিশালি। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় মসজিদে মানুষের প্রতি ভাল ব্যবহার করে, তাদের বুঝিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে উন্নয়নশীল দেশ গড়ার কর্মসূচী দিয়েছেন তা মানুষদের বুঝাতে হবে।
রোববার (৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ূ ও এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো ,বলেন ।এ ইফতার মাহফিলের আয়োজন করে দশঘর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদল। ইফতার মাহফিলে হাজার হাজার তৃণমূল বিএনপির নেতাকর্মি ও সমর্থকদের উপস্থিতিতে এক বিশাল জনসভায় রুপ নেয়।


More News Of This Category
bdit.com.bd