এমসি কলেজ ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ, তদন্ত দাবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরারিচাঁদ কলেজ শাখা কলেজের ৩ দিনব্যাপী বইমেলায় 'শহীদ রুদ্র স্টল' নামে একটি নান্দনিক স্টল দিয়েছে। এই স্টলের নানা কাজে শিবিরের সকল জনশক্তি বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত ছিলেন।
এমতাবস্থায় বৃহস্পতিবারে সকালে ফেইসবুকে দেখা যায় যে, তালামীয ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী একজন তালামীয কর্মীর ওপর হামলা নিয়ে শিবিরের ওপর দায় চাপাচ্ছেন। অথচ এরকম কোনো কর্মকাণ্ডের সাথে শিবিরের দূরতম সম্পর্ক নেই। ঘটনাটিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মনে করছে ছাত্রশিবির।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বইমেলায় শিবিরের অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ অবস্থায় একটি পক্ষ তার ছাত্রবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শিবিরের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আমরা হীন এই চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনার অধিকতর তদন্ত দাবি করছি।
আমরা জুলাই বিপ্লবের পর থেকে দেখে আসছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তালামীয নেতা-কর্মীরা ছাত্রশিবিরের কর্মকাণ্ডকে মেনে নিতে পারছে না বরং উল্টো পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নে কলেজ ক্যাম্পাসে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি, যার অংশ হিসেবে অভিযোগকারী শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করছেন এবং তার সাথে যুক্ত হয়ে ফ্যাসিস্ট ছাত্রলীগ ও তাদের দোসর এবং তৃতীয় একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তিলকে তাল বানিয়ে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। সত্যকে আড়াল করে দায় চাপানোর এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
ইসমাঈল খান সৌরভ
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এমসি কলেজ।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫