মোঃ সাবিউদ্দিন: উদ্বোধন হলো দোহাজারি- কক্সবাজার পথে স্বপ্নের ট্রেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নব নির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।
কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুকের আদলে তৈরি এশিয়ার সর্ব বৃহৎ আইকনিক রেল স্টেশনকে সাজানো হয়েছে মনোরম ভাবে।
দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ প্রকল্পটি হাতে নেয় বর্তমান সরকার।
এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিবেচনায় ২০১৮ সালের জুলাইয়ে নির্মাণ কাজ শুরু হয়েছিল। রেল স্টেশন উদ্বোধন হওয়ায় দেশবাসী অভিনন্দন শুভেচ্ছা এবং সফলতা কামনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫