, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ২৩:৩২, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
ইন্টারপোলের মাধ্যমে বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ,
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাস, হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘তার (বেনজীর) বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
কল্যাণ সমিতির বিবৃতিতে আরও বলা হয়, পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পাঁয়তারা করছেন বেনজীর। অনেক পুলিশ কর্মকর্তাকে তিনি আগের মতোই বিপদে ফেলে ফায়দা নিতে চান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি বিশ্বাস করে, পুলিশ আর কারও পাতানো ফাঁদে পা দেবে না।
কল্যাণ সমিতির সভাপতি সাবেক ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব সাবেক পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী বিবৃতিতে তিনটি দাবি জানান:
অবিলম্বে বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।
তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রদান এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা।
বেনজীর আহমেদ, শেখ হাসিনা ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাজা নিশ্চিত করা।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিদেশে সম্পদের খোঁজে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক ইলিয়াস আহমদ
+447506800616
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫