প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
ইজতেমা ময়দানে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে ৪ ফেব্রুয়ারি ২০২৫, ইজতেমা ময়দানে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান। অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা যোহাইরুল হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এনিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক। আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (মাওলানা জুবায়ের অনুসারী) মুসল্লিদের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
সম্পাদক: আশরাফুল ইসলাম
01718016552
প্রকাশক: ইলিয়াস আহমদ
+447506800616
সিলেট অফিস: সিতারা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
Uk Office: London Road, Sheffield, UK.
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫