আয়নাল আলালের হত্যাকারীদের কে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে……
.এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট মহানগরীর ২৪ নং ওয়ার্ডের সাদারপাড়ার অস্থায়ী বাসিন্দা ও অটোরিকশা শ্রমিক আয়নাল আলালের নৃশংস হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নগরীর উপশহর এবিসি পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহ পরান পশ্চিম থানা শাখার উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধন থানা সভাপতি শ্রমিক নেতা আক্কাস আলীর সভাপতিত্বে ও উক্ত শাখার অর্থ সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড সভাপতি আবু বকর ছিদ্দিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা এড.জামিল আহমদ রাজু।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রাজু বলেন দেশের সরকার ও প্রশাসনের দায়িত্ব হল মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা।২৪শের বিপ্লবের পর নতুন বাংলাদেশে আয়নাল আলালের এমন নৃশংস হত্যাকান্ড অত্যন্ত নিন্দিত ও হতাশাজনক ঘটনা।
জনগণের টেক্সের টাকায় পরিচালিত প্রশাসনের দায়িত্ব নিয়েও তিনি প্রশ্ন তুলেন এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির আল্টিমেটাম প্রদান করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাধারণত সম্পাদক শ্রমিকনেতা আব্দুল্লাহ আল ফারুক, ট্রেড ইউনিয়ন ১এর সভাপতি শামীম আহমদ,শাহপরান পশ্চিম থানা শাখার সহসভাপতি এবাদুর রহমান, সাধারণত সম্পাদক জিল্লুর রহমান, রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি শ্রমিক নেতা ইদ্রিস আলী, ২০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হৃদয়, প্রকাশ দেবনাথ, সংগ্রাম মিয়া, মশিউর রহমান, রুহুল আমিন শিপু প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর এবিসি পয়েন্ট থেকে উপশহর মেইন পয়েন্ট হয়ে শিবগঞ্জ পয়েন্টে এসে সমাপ্তি হয়।